বর্তমান মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে অভিযোগ পেলেও ব্যবস্থা : দুদক

সিলেট সুরমা ডেস্ক : সাবেক ও বর্তমান মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। মঙ্গলবার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, দুর্নীতি দমনে সরকারের যে অঙ্গীকার তাতে দুদক আত্মবিশ্বাসী। নতুনভাবে আরো দৃঢ়তার সঙ্গে দুর্নীতি প্রতিরোধে কাজ করবো আমরা। ইকবাল মাহমুদ বলেন, জাতীয় নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের হলফনামা দেখে কালোটাকা টাকা চিহ্নিত হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।